about

Mosaddiqur Rahman

বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত ও গুরুত্বপূর্ণ বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। শিল্প বিপ্লবের পর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন পৃথিবীতে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে নজিরবিহীন উন্নতির ফলে গোটা বিশ্ব আজ Global Village/বিশ্বগ্রামে পরিণত হয়েছে। যে জাতি তথ্যপ্রযুক্তিতে যত বেশি দক্ষ, তাদের সার্বিক অবস্থাও তত বেশি উন্নত। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হতে এবং জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে বিশ্ব পরিমণ্ডলে নিজ অবস্থান সুদৃঢ় ও উজ্জ্বল করতে হলে তথ্যপ্রযুক্তির কোনো বিকল্প নেই। কারণ একবিংশ শতাব্দীর সম্ভাবনা ও চ্যালেঞ্জ দুইই আবর্তিত হচ্ছে তথ্যপ্রযুক্তিকে ঘিরে।

উচ্চ  মাধ্যমিকের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সিলেবাস অনুযায়ী ৫০ নম্বরের লিখিত পরীক্ষা, ২৫ নম্বরের বহুনির্বাচনী ও  ৩০+৫=৩৫ নম্বরের প্র্যাক্টিকেল পরীক্ষা হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের কোন দ্বিতীয় পত্র নেই, তাই শিক্ষার্থীদের এই বিষয়ে A+ পাওয়াটা একটু কঠিন। কারন বাকি সকল বিষয়ের ২টা পত্র, একটা পত্রে কম পেলে অন্য পত্র সেটাকে মিলিয়ে দিতে পারে। কিন্তু তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে এমনটা হয় না। আবার শিক্ষার্থীরা কেবল থিওরি টপিক গুলো ভাল করে শেষ করে কিন্তু নৈর্বিক্তিক তেমন অনুশীলন করে না। যার কারনে নৈর্বিক্তিকে অনেক কম নম্বর পেয়ে A+ ছুটে যায়। তাই তোমাদের অবশ্যই সৃজনশীল প্রশ্ন অনুশীলনের পাশাপাশি নৈর্বিক্তিকের দিকে জোর দিতে হবে।

প্রতি বছর হাজার হাজার ছাত্র-ছাত্রী আইসিটি বিষয়ে ব্যাপকভাবে অকৃতকার্য্য হচ্ছে । তার একমাত্র কারণ হলো তারা আইসিটির প্রতিটি টপিক না বুঝে শুধুমাত্র মুখস্ত করে পরিক্ষার হলে বসে । কেননা সঠিক ও সহজ উপস্থাপনার অভাবে কিছু না বুঝেই বাধ্য হয়ে  মুখস্ত করার অপচেষ্টা চালানো হয় । যাতে সে পরিক্ষায় কোন মতো হলেও পাস করতে পারে ।  তাই আমাদেরর স্লোগান হচ্ছে ‘একমাত্র সহজ উপস্থানাই হচ্ছে কঠিনকে জয় করার মাধ্যম’

তাই এই স্লোগানটি বিবেচনায় রেখে ‘জান্নাত আইসিটি কেয়ার’ তোমাদের জন্য একটি সাজানো-গোছানো আয়োজনের ব্যবস্থা করেছে । আমাদের এই আয়োজন অনলাইন ও অফলাইন ভিত্তিক । আমরা আইসিটি বিষইয়ের প্রতিটি অধ্যায়কে কঠিন কোন সংঙগাই না নিয়ে একদম সহজ-সরল, সুন্দর ও সাবলীল বাংলা ভাষায় উপস্থাপন করার চেষ্টা করেছি । যাতে একদম কম মেধাবী ছাত্র-ছাত্রীরাও  আসন্ন এইচএসসি পরিক্ষায় আইসিটি বিষয়ে সর্বোচ্চ নাম্বার তুলতে সক্ষম হয় । তাই চলো এক নজরে দেখে নেয়া যাক কী কী আছে আমাদের এই আয়োজনে —

এইচএসসি আইসিটি সুপার কোর্স মডিউল–

আমাদের কোর্সে রয়েছে প্রতিটি অধ্যায়ের

  • বেসিক ক্লাস
  • স্পেশাল হোমওয়ার্ক
  • হোমওয়ার্ক সলিউশন ক্লাস
  • হোমওয়ার্ক জমা দেওয়ার নির্দিষ্ট গ্রুপ ব্যবস্থা
  • প্রতিটি অধ্যায় শেষে স্পেশাল টেস্ট
  • বিগত বছরের বোর্ড প্রশ্ন সমাধান
  • CQ-MCQ সুপার সলিউশন টিপস
  • কোর্স এনরোলকৃত ছাত্র-ছাত্রীদের জন্য ICT-Q নোটের সম্পুর্ন PDF ফাইল প্রদান ।
  • ফাইনাল মডেল এক্সাম